Sunday, November 16, 2025

তৃতীয় দিনের মতো চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

আরও পড়ুন

শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষিত রাখার জন্য দেশের সব এলাকায় তৃতীয় দিনের মতো চলছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন স্কুলে শিশুরা এই প্রতিষেধক গ্রহণ করছে।

মাসব্যাপী এই কর্মসূচির আওতায় সরকার প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে টিকা প্রদান করছে। নিবন্ধন অনলাইনে বা জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও করা যাবে। ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিকটস্থ স্কুলে এবং ১ থেকে ১৩ নভেম্বর কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টিকা নেওয়ার জন্য অভিভাবকরা https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর জন্মসনদ ব্যবহার করে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। যেসব শিশুর জন্মসনদ নেই বা জন্মনিবন্ধন হয়নি, তাদের জন্যও নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব শিশুকে টিকার আওতায় আনা এই কর্মসূচির মূল লক্ষ্য। এ টিকাটি সরবরাহ করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট এবং তা আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহায়তায় সরকারের হাতে এসেছে।

আরও পড়ুনঃ  বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত একটি সংক্রমণ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। উপসর্গের মধ্যে থাকে দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমি, ক্ষুধামান্দ্য এবং কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। প্রাথমিক পর্যায়ে লক্ষণ অস্পষ্ট থাকায় অনেক সময় টাইফয়েড শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

দ্য গ্লোবাল বার্ডেন অব ডিজিজের সমীক্ষা অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার রোগী আক্রান্ত হয়। এর মধ্যে মৃত্যু হয় ৮ হাজার। যার ৬৮ শতাংশই শিশু। শিশুদের মধ্যে টাইফয়েড আক্রান্তের হার বেশি।

আরও পড়ুনঃ  সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ